খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১০ই আগস্ট) বেলা আড়াইটায় বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ১নং খাগড়াছড়ি ইউনিয়নে এ ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরনার্থী বিষযক টাস্কফোর্স’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জুনায়েদ কবীর সোহাগ, সহকারী কমিশনার(ভূমি) মো: এরফান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো: মনির হোসেন, খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলায় অতিবৃষ্টির কারণে অনেক জায়গায় বন্যা এবং নিম্না ল প্লাবিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের এসব অসহায় মানুষের কথা ভেবে জেলা প্রশাসকের মাধ্যমে এসব ত্রাণ উপহার পৌঁছে দিচ্ছে। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে আর্শীবাদ করবেন।

উল্লেখ্য, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২২-২০২৩অর্থ বছরের দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক এসব ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য প্যাকেজ তৈরি করা হয়েছে। প্যাকেজে রয়েছে-চাল(মিনিকেট) ১০কেজি, দেশি মশুর ডাল ১কেজি, আয়োডিন যুক্ত লবন ১কেজি, চিনি ১কেজি, ভোজ্য তেল(সয়াবিন তেল) ১লিটার, মরিচের গুড়া ১০০গ্রাম, হলুদের গুড়া ২০০গ্রাম, ধনিয়া গুঁড়া ১০০গ্রাম।