খাগড়াছড়িতে অপরিচ্ছন্নতার দায়ে সিস্টেম রেস্টুরেন্টকে জরিমানা

খাগড়াছড়ি পার্বত্য জেলা শহরের পানখাইয়া পাড়ায় অবস্থতি সিস্টেম রেস্টুরেন্টের খাবারের খ্যাতি দেশ সিমানা পেরিয়ে আর্ন্তজাতিক পর্যায় পর্যন্ত রয়েছে। বিশেষ করে এ জেলায় বেড়াতে আসা পর্যটকদের কাছে খুবই প্রিয় সিস্টেম রেস্টেুরেন্টের খাবার। কিন্তু এ রেস্টুরেন্টে যে বাজে পরিবেশে খাবার রান্না হতো সেটা কারও জানা ছিল না।

বৃহস্পতিবার(২৫শে আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানে সিস্টেম রেস্টুরেন্টকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৪৩ধারায় ২০হাজার টাকা জরিমানা করা হয় এবং সাথে সতর্ক করে দেওয়া হয়েছে।

এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজা। উক্ত সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাউচিং চৌধুরী এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।