খাগড়াছড়ির মানিকছড়ি ও লক্ষ্যাছড়ি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংগঠনদের উদ্বুদ্ধকরণ কর্মশালা

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি ও লক্ষ্যাছড়ি উপজেলায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংগঠনদের(লাইব্রেরিয়ান) নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দেশের ৬৪জেলার তিনশত উপজেলার ১৫০০০মাধ্যমিক স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (১ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহানা মোস্তফার সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরী। পাঠাভ্যাস কর্মসূচীর লক্ষে উদ্দেশ্য নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পাঠাভ্যাস কর্মসূচীর ম্যানেজার মো: মাহাবুব হাসান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,লক্ষ্যাছড়ি উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রবণ কুমার পোদ্দার। এতে মানিকছড়ি উপজেলার ১১টি স্কুল-মাদরাসা এবং লক্ষ্যাছড়ি উপজেলার ৫টি স্কুলের প্রধান শিক্ষক ও সংগঠকেরা উপস্থিত ছিলেন।