নকল খাদ্য সামগ্রী উৎপাদনের অভিযোগে

গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে কারখানা সিলগালা ও জরিমানা

গাইবান্ধার কুঠিপাড়ার নিউ বিসমিল্লাহ ফুড নামে একটি খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকার একটি বিখ্যাত কোম্পানির ১০টি নকল পণ্য উৎপাদন ও বিপণনের দায়ে ওই কারখানার স্বত্তাধিকারী সুজন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দিয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর গাইবান্ধার সহকারি পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে বাজার কর্মকর্তা মো. শাহ মোয়াজ্জেম হোসেনসহ ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা শেষে অবৈধ কোম্পানি নিউ বিসমিল্লাহ ফুডের স্বত্তাধিকারী সুজন মিয়া কে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও প্রতিষ্ঠানটি সিলগালা করেন। অভিযোগ পাওয়া গেছে, কারখানার মালিক সুজন মিয়া গোপনভাবে দীর্ঘদিন থেকে বম্বে সুইটস চানাচুর, চকলেট, রিং চিপস, পটেটো চিপসসহ অন্যান্য পণ্যের মোড়কে এই নকল পণ্য উৎপাদন ও বিপণন করে আসছিলেন। এসময় কারখানায় তৈরীকৃত কয়েকটি পণ্য আগুন দিয়ে পুড়ে দেয়া হয়।