গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে ইভিটিজিং এর ঘটনায় গ্রেফতার-১

গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শেখ রেহানা হলের পেছন থেকে ছাত্রীদের উদ্দেশ্য করে অশালীন আচরণ করায় এক ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ওই ব্যক্তির গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরার এবাদুল ইসলামের ছেলে রায়হান শেখ (২০)।

১৮ অক্টোবর রাত ১১টার পরে রায়হান শেখ মেয়েদের হলের পিছনে অশালীন আচরণের চেষ্টা করে।
বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে গেলে তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে আটক করে রাখা হয়। পরে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি মিটিং করে তাকে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় হলের ছাত্রীরা বলেন, এই ছেলে আগেও কয়েকবার এমন অশোভন আচরণ করে। পরে হল প্রভোস্টকে জানাই আমরা।

এ বিষয়ে প্রক্টর ড রাজিউর রহমান বলেন, রাতে মেয়েদের হলের পিছনে অশালীন আচরণের সময় একজন আটক করি। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।