ছারপোকার কামড়ে হাসপাতালে পাকিস্তানি ৮ ক্রিকেটার!

কায়েদ-ই-আজম ট্রফিতে হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে খেলতে গিয়েছিলেন ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে। সেখানকার ড্রেসিংরুমে প্রচুর পরিমাণে ছারপোকার আক্রমণের শিকার হন ইমরান ফারহাতসহ আরও সাত ক্রিকেটার। পরবর্তীতে অসুস্থ ক্রিকেটারদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আর ছারপোকার এই দুরবস্থার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ৪০ টেস্ট ও ৫৮ ওয়ানডে খেলা ইমরান ফারহাত।

ইসলামাবাদের এই মাঠের বাজে অবস্থা ভিডিও করে টুইটারে ছেড়েছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। আক্রান্ত ক্রিকেটারদের ছবিও পোস্ট করেছেন তিনি। মাঠের আউটফিল্ডের অবস্থা ভীষণ বাজে। গ্যালারিতে ভাঙা আসন, ড্রেসিংরুমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল এবং ময়লার দঙ্গলে ভর্তি। ফারহাত তার টুইটে লেখেন, ‘ছারপোকার ভয়াবহ কামড় খেয়ে মাঠ থেকে হাসপাতালে যাচ্ছি। সবাই অসুস্থবোধ করছে।’

এর আগে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের বাজে অবস্থা নিয়ে আরেকটি ভিডিও টুইটারে পোস্ট করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক। টুইটে তিনি বলেন, ‘এটা কোনো গুদামঘর না। এটা এলসিসিএ ক্রিকেট গ্রাউন্ড যেখানে প্রথম শ্রেণির একটি ম্যাচ চলছে। এবং ছয়জন টেস্ট ক্রিকেটার এই ম্যাচে খেলছে। আউটফিল্ড ও উইকেট খেলার মতো না। ক্রিকেটারদের আরেকটু ভালো অবকাঠামো প্রাপ্য।’