‘ঝুঁটি বেঁধে’ স্কুলে যাওয়া নিষিদ্ধ জাপানে!

জাপানের স্কুলগুলোতে মেয়ে শিক্ষার্থীদের ঝুঁটি বেঁধে (পনিটেইল) স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, ঘাড় খোলা থাকলে ছেলেদের নজর সেদিকে যাবে এবং তাতে তাদের ‘যৌন উত্তেজনা’ বাড়বে।

ভাইস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের স্কুলগুলোতে প্রজন্মের পর প্রজন্ম ধরে নানা উদ্ভট নিয়ম চলছে। উত্তর কোরিয়াতেও এরকম বিধিনিষেধ চালু আছে। গত বছর উত্তর কোরিয়ায় আঁটসাঁট জিন্স পরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন কিম জং উন।

খবরে আরও বলা হয়েছে, জাপানের স্কুলগুলো নানা উদ্ভট সব নিষেধাজ্ঞার জন্য বিখ্যাত। মোজার আকার কতটা হওয়া উচিত, অন্তর্বাসের রং কী রকম হবে—এমন নানা বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয় স্কুলশিক্ষার্থীদের ওপর।

সুগিয়ামা নাম এক শিক্ষক বলেন, জাপানের স্কুলগুলোতে এরকম অযৌক্তিক সব নিয়মকানুন স্বাভাবিক হয়ে গেছে। শিক্ষার্থীরাও বাধ্য হয়ে এরকম নিয়ম মেনে নেন। যথেষ্ট প্রতিবাদ না হওয়ার কারণে কর্তৃপক্ষ এমন নিয়ম জারির সাহস করে বলেও মন্তব্য করেন তিনি।