দিনাজপুরের বীরগঞ্জে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি পালিত

দিনাজপুরের বীরগঞ্জে শালবন মিলনায়নে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও কৃতী স্বেচ্ছাসেবী, সংগঠনের মাঝে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(১ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৪ টায়, দৈনিক কালের কন্ঠ পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল মোঃ খোদাদাদ হোসেন। তিনি রক্ত যোদ্ধাদের এমন মানবিক কাজগুলোর জন্য প্রশংসা করেন এবং ভালো কাজে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রাজকুমার বিশ্বাস, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া, দৈনিক কালের কন্ঠ পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, হামরা বীরগঞ্জিয়া সংগঠনের বীরগঞ্জ উপজেলা ইউনিটের সভাপতি নীল রতন নিপু সাহা, মানবিক বীরগঞ্জ সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম জুয়েল, বীরগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এ,বি,এম ফখরুল আলমগীর, আফতাব উদ্দিন আহম্মেদ ফাউন্ডেশনের মহাসচিব মোঃ সাহাদাত হোসাইন, বীরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম সহ আরো অনেকে।

অনুষ্ঠান শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাঈম ইসলাম। এ সময় জাগরণ ব্লাড ব্যাংক সহ, দিনাজপুর, নিলফামারী, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন রক্ত যোদ্ধা সংগঠনের প্রায় ৪০০ রক্ত যোদ্ধা উপস্থিত ছিলেন।