দিনাজপুরে আ.লীগ-বিএনপির হুড়োহুড়িতে পড়ে বৃদ্ধ নিহত

দিনাজপুরের বিরলে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ভোট দিয়ে যাওয়ার পথে পড়ে গিয়ে কিনা মোহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শহরগ্রাম মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

নিহত কিনা মোহাম্মদ ( ৬৫) বিরল উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামের মৃত চান্দু মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হাসান আলী ও বর্তমান চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহমান মুরাদের সমর্থকদের মধ্যে শহরগ্রাম মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভোট দিয়ে কিনা মোহাম্মদ বাড়ি ফিরছিলেন। ধাওয়া-পাল্টা ধাওয়া দেখে ভয়ে দৌড়ে যাওয়ার সময় তিনি রাস্তার ওপর পড়ে যান। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান কিনা মোহাম্মদ।

এ ব্যাপারে বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, কিনা মোহাম্মদ হার্টফেল করে মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।