দিনাজপুরে নারী উদ্যোক্তা তৈরি করতে বেকিং ক্লাসের উদ্বোধন

দিনাজপুরে “আমরা নারী একে অপরের প্রতিযোগী নয় একে অপরের সহযোগী” এই শ্লোগানে নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে বেকিং ক্লাসের উদ্বোধন করা হয়েছে।

দিনাজপুর জেলার সদর উপজেলায় বাহাদুর বাজার সংলগ্ন নাহার‘স কিচেন এর উদ্যোগে কিচেন এর স্বত্বাধিকারী বর্নি আহমেদ পর্যায় ক্রমে শতাধিক নারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেন।

কর্মশালায় দিনাজপুর উদ্যোক্তা বর্গের এডমিন শম্পা দাস মৌ বলেন, এই প্রথম দিনাজপুরে নারীদের স্বাবলম্বী করে উদ্যোক্তা তৈরি করতে বেকিং ক্লাস পর্ব-১ নারীদের প্রতিষ্ঠিত করে নারী উদ্যোক্তা তৈরী করতে নারীদের জীবন উন্নয়নে আমূল পরিবর্তন সাধিত করবে বলে আমার বিশ্বাস।

নারী উদ্যোক্তা রেনেসা আলম এর সঞ্চালনা কর্মশালায় উপস্থিত ছিলেন ফিহনা মাহিয়াত সহ দিনাজপুর এর বিভিন্ন অনলাইন জগতের নারী উদ্যোক্তা।