নরসিংদী শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি বিরোধী জনসচেতনতা সভা

নরসিংদীতে” শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও সততার অভ্যাস গডে তোলার লক্ষ্যে দুর্নীতি বিরোধী জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী সরকারি কলেজ হলরমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে নরসিংদী সরকারি কলেজের ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সভায় নিজ নিজ পরিবার থেকে শুর করে সমাজের সর্বস্তরে সততা ও নৈতিকতা চর্চার মাধ্যমে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলাসহ দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নরসিংদীর সভাপতি মোঃ বশিরল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভূইযা।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ বাযিেজদুর রহমান খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দুদকের সহকারী পরিচালক গাজী মশিউর রহমান, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস, প্রফেসর মোহাম্মদ আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নরসিংদীর সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন নাজির প্রমুখ।

এসময় নরসিংদী জেলা ও বিভিন্ন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

০১৭১৬৪৭০০০৩