নেত্রকোণার মদনে ১৬ মন্দিরে উদযাপিত হবে সার্বজনীন দুর্গোৎসব

নেত্রকোণা (মদন) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার ৮টি ইউনিয়নে ও ১টি পৌরসভার মোট
১৬ টি মন্দিরে সার্বজনীন দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মদন উপজেলা পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ২০ অক্টোবর এ পূজা শুরু হবে। সুষ্ঠু, সুন্দর ও শান্তি পূর্ণ ভাবে যাহাতে দুর্গোৎসব পালিত হয় সে ব্যাপারে সংগঠন পদক্ষেপ নিয়েছে।

জানা গেছে মদন পৌরসভা ৬টি,উপজেলা কাইটাইল ইউনিয়নে ৩টি,মদন ইউনিয়নে ১টি,মাঘান ইউনিয়নে ২টি,ফতেপুর ইউনিয়নে ৩টি,গোবিন্দশ্রী ইউনিয়নে ১টি,মোট ১৬টি মন্দিরে এ উৎসব উদযাপিত হবে বলে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু স্বপন কুমার পাল জানান,ইতিমধ্যে সকল তালিকা প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিমান কুমার বৈশ্য জানান, প্রতি বছরের ন্যায় এবার পৌরসভাসহ উপজেলায় ১৬ টি মন্দিরে উদযাপিত হবে সার্বজনীন দুর্গোৎসব।

সুষ্ঠু সুন্দর ও শান্তি পূর্ণ ভাবে যাহাতে দুর্গোৎসব পালিত হয় তার জন্য উপজেলা সংগঠনের সহযোগিতা কামনা করছি।
মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান জানান এ বছর উপজেলায় মোট ১৬টি পূজা মন্দিরে তালিকা পেয়েছি। প্রতিটি পূজা মন্দিরে সি সি ক্যামেরার থাকবে,নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।