পটুয়াখালীর কলাপাড়ায় মেছো বিড়াল ধরে শিকলে বেঁধে রাখলেন স্থানীয়রা

পটুয়াখালীর কলাপাড়ায় একটি মেছো বিড়াল সাবক ধরে শিকলে বেঁধে রাখলেন স্থানীয়রা। পরে সাবকটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেয় এনিমেল লাভার্স সদস্যরা।

বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির ইটবাড়িয়া এলাকায় একটি ইটভাটার শ্রমিকরা বিড়ালটি ধরে তালগাছের সাথে শিকলে বন্দী করে রাখেন। খবর পেয়ে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত সহকর্মী আল-আমিনকে নিয়ে বিড়ালটি উদ্ধার করেন।

পরে বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে বিড়ালটি টিয়াখালীর নাচনাপাড়া এলাকায় আন্ধারমানিক নদী লাগোয়া একটি বনে ছেড়ে দেয়া হয়। এনিমেল লাভার্স কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত জানান, বিড়াল সাবকটি স্থানীয়রা ধরে শিকলে বন্দী করে রেখেছিল। প্রানীটি উদ্ধার করে তার বাস উপযুক্ত এবং খাবার পায় এমন বনে ছেড়ে দেয়া হয়েছে।