পটুয়াখালীতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের জেলা কমিটির সম্পাদক হলেন জাকির

পটুয়াখালীতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের জেলা কমিটির সম্পাদক নিবার্চিত হয়েছেন কলাপাড়ার কৃতি সন্তান সৈয়দ জাকির হোসেন।

আওয়ামীলীগ পরিবারে বেড়েওঠা সাবেক এই পরিশ্রমী ছাত্রলীগ কর্মীকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

সৈয়দ জাকির হোসেন উপজেলার টিয়াখালী ইউপির বাদুরতলী গ্রামের আওয়ামী লীগ নেতা সৈয়দ মোফাজ্জেল হোসেনের পুত্র

এর আগেও তিনি উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতির দ্বায়িত পালন করেছেন। এছাড়াও বর্তমানে তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বায়িত্বে পালন করছেন।

(৮মার্চ) মঙ্গলবার  কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক জিয়াউল চৌধুরি বাবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পটুয়াখালী জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কমিটি ঘোষনা করা হয়। এতে অলিউজ্জামান রাসেলকে সভাপতি ও  সৈয়দ জাকির হোসনকে সাধারন সম্পাদক করা হয়। কমিটি ঘোষনার পরপরই এই নবনিবার্চিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন দলীয় নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা।