পটুয়াখালীর কলাপাড়ায় উদযাপন করা হলো জৈষ্ঠ্য উৎসব

পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ পূর্ণমিলনী ও জৈষ্ঠ্য উৎসব উদযাপন করা হয়েছে।
বুধবার রাত নয়টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী।

কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি জনাব সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা হাবিবুল্লা রানা, সম্মিলিত নাগরিক অধিকার জোটের সাধারন সম্পাদক গৌতম হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত নাগরিক অধিকার জোটের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. সুমন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল।

এসময় জয় বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।

পরে উপস্থিত সবার মাঝে হরেক রকমের জৈষ্ঠ্য ফল বিতরণ করা হয়।

এসময় কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সকল সদস্য, গনমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।