করোনা দ্বিতীয় ধাপ মোকাবেলায়

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের সচেতনতামূলক র‌্যালী-সমাবেশ

পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ’র উদ্যোগে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনামূলক র‌্যালী, সমাবেশ ও মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে থানা প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফেরীঘাট সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কাউন্সিলর হুমায়ুন কবির, মহিলা কাউন্সিলর রোজিনা আক্তার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়জুল ইসলাম আশিক তালুকদার প্রমুখ।

সমাবেশ শেষে মাস্ক বিহীন মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয়।

এসময় শারিরিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা র‌্যালীতে অংশ গ্রহন করেন।

এদিকে মহিপুর থানা পুলিশের উদ্যোগে শেখ রাসেল সেতুতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের আয়োজনে ব্যবসায়ীদের নিয়ে অনুরূপ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।