পাবনার ঈশ্বরদীতে বায়োগ্যাস প্লান্টের পরিত্যক্ত গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বায়োগ্যাসের পরিত্যাক্ত প্লান্টের গর্তের পানিতে ডুবে রাইসা খাতুন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার দাশুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাইসা ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার বাসিন্দা বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত পোলট্রি খামারী রাজিব মালিথা রনি’র মেয়ে।

রাজিব মালিথা রনি জানান, সকালে তার মেয়ে রাইসা বাড়ির আঙিনায় তার দাদীর সঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে তাকে খুঁজে না পেয়ে বাড়ির লোকজন আশেপাশে খোঁজাখুঁজি করে তার বাড়ির আঙিনায় স্থাপন করা বায়োগ্যাসের পরিত্যাক্ত প্লান্টের গর্তের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেয়।

হাসপাতালে নেওয়ার পর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ হাসপাতাল থেকে শিশুটির লাশ থানায় নিয়ে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেন।