পার্বত্য রাঙামাটির সাজেকে ইউপিডিএফ’র সাবেক কর্মীকে অপহরণের অভিযোগ

পার্বত্য জেলার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফ’র সাবেক কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ডুলুছড়ি থেকে পিসিজেএসএস(সন্তু)-এর সশস্ত্র গ্রুপ কর্তৃক ইউপিডিএফ’র এক সাবেক কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৫ই জুলাই) রাতে এ অপহরণের ঘটনা ঘটে বলে জানা যায়। অপহৃত ব্যক্তির নাম রবিন চাকমা(গুরোয়ে), বয়স-৩৮, পিতার নাম কৃপা রঞ্জন চাকমা, গ্রাম-ডুলুছড়ি, ৫নং ওয়ার্ড সাজেক ইউনিয়ন।

পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, শুক্রবার (১৫ জুলাই) রাত ১০টার সময় পিসিজেএসএস(সন্তু)-এর একদল সশস্ত্র সদস্য নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে রবিন চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ তারা পাচ্ছেন না। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপিডিএফ’র সাবেক কর্মীকে অপহরণ করা হয়েছে বলে লোকমুখে শুনেছি। তবে পরিবারে কোন সদস্য এখনও অভিযোগ করেনি।

বাঘাইছড়ি থানার সার্কেল এএসপি আব্দুল আউয়াল বলেন, পরিবারের সুনিদিষ্ট অপহরন অভিযোগ পেলে নথিভুক্ত করে তদন্ত করা হবে।