পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধে আহত-৫

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি দখল করার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে গুলিশাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড লক্ষনা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এর মধ্যে কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ঘটনার জের ধরে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে মামুন (২৮) নামে এক যুবক স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্যের স্বামী এবং সমাজসেবক আবুল হোসেন লাভলু জোমাদ্দারের পা ভেঙে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মামুন লক্ষনা গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের পুত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষনা গ্রামের শাকু তালুকদারদের সাথে জাহাঙ্গীর হাওলাদারদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ঘটনার দিন জাহাঙ্গীর হাওলাদার পার্শ্ববর্তী গ্রাম থেকে লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় শাকু তালুকদার বাঁধা দিলে মারামারির ঘটনা ঘটে।তবে একপক্ষ স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে তাদেরকে হুমকি দিয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোকে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয় নি।

তবে এ ঘটনায় মঠবাড়িয়া থানায় অভিযোগের প্রেক্ষিতে তদন্ত অব্যাহত আছে বলে তদন্ত কর্মকর্তা এসআই নুরুজ্জামান আওয়ার নিউজ বিডির প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।