এম ওসমান, বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে বিপুল পরিমান অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও গাঁজাসহ আটক-৩

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১১টি পিস্তল, ৫০ রাউন্ড গুলি, ২২টি ম্যাগাজিন ও ১৯ কেজি গাঁজাসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তের কাঁচা রাস্তার পাশে থেকে এ অস্ত্রের চালানটি আটক করা হয়।

আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের এজাবার রহমানের ছেলে সাজজুল (৩০), স্বরবাংহুদা গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে আনারুল (৩৪) ও একই গ্রামের সাফেদ বিশ্বাসের ছেলে আলমগীর (৪০)।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিকালে সংবাদ কর্মীদের জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান একটি অস্ত্রের চালান এনে ঘিবা মাদ্রাসার পাশে কাচা রাস্তায় অবস্থান করছে।
এমন সংবাদের বিজিবি রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালানসহ তাদেরকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।