ময়মনসিংহের গৌরীপুরে আগুনে ভষ্মিভূত হয়েছে চাটাইয়ের গোডাউন

ময়মনসিংহের গৌরীপুরে আগুনে ভষ্মিভূত গেছে একটি চাটাইয়ের গোডাউন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে গৌরীপুর পৌর শহরের মাছুয়াকান্দা এলাকায়।
জানা গেছে, গৌরীপুর পৌর শহরের মাছুয়াকান্দা মোড়ে মহব্বত আলী চৌধুরী সবুরের একটি টিনশেড গোডাউন রয়েছে। স্থানীয় তিন চাটাই ব্যবসায়ী আবুল কালাম, সুরুজ আলী ও রইছ উদ্দিন ওই গোডাউনটি ভাড়া নিয়ে চাটাই রাখতো।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোররাতে ওই গোডাউনে আগুন জ্বলতে দেখে আশে পাশের লোকজন- ডাক চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে গোডাউনের পাশের পুকুর থেকে বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। শেষ মুহূর্তে গৌরীপুর ফায়ার সার্ভিস টিম এসে যোগ দিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

চাটাই ব্যবসায়ী মোঃ আবুল কালাম বলেন, ওই গোডাউনে আমাদের তিন ব্যবসায়ীর ছয় হাজার পিস চাটাই ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। পুুড়ে যাওয়া চাটাইয়ের দাম সাড়ে ছয় লাখ টাকা।

স্থানীয়রা জানান, আগুন দেখার পর পরই ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। কিন্তু তারা অনেক দেরিতে ঘটনাস্থলে আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন ও গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মহব্বত আলী চৌধুরীর ছেলে আবু কাউছার চৌধুরী রন্টি বলেন, আমাদের গোডাউনটি চাটাই ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয়া ছিল। গোডাউনসহ চাটাই পুড়ে ছাই হয়ে গেছে।

গৌরীপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার মোঃ শাহজাদা বলেন, ক্ষতিগ্রস্তরা দেয়া তথ্যমতে গোডাউন ও চাটাইসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ১০/১৫ লাখ টাকা।