ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যানজট নিরসনে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন এবং জনদূর্ভোগ লাঘবে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চরপাড়া মোড়ে রাস্তা ও ফুটপাতে, অবৈধভাবে স্থাপিত ফলের দোকান ও অন্যান্য দোকান উচ্ছেদ করে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (০৮ জুন) দুপুরে বেলা ১২ টায় অভিযান পরিচালনা করেন মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। এসময় তিনি ফুটপাত ও রাস্তা দখল না করার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি জানান, এ রকম ঘটনার পুনরাবৃত্তি হলে অবৈধ স্থাপনার মালামাল জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও মঙ্গলবার নতুনবাজার মোড়ে অভিযানের পর নতুন করে রাস্তা দখল করে ফলের দোকান পরিচালনার অভিযোগের প্রেক্ষিতে আবার অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। তিনি এ প্রসঙ্গে বলেন, ফুটপাত ও রাস্তার অবৈধ দখল উচ্ছেদে মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সু-স্পষ্ট নির্দেশনা রয়েছে।

মসিকের নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করা হবে। অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।