যশোরের শার্শায় মাছের ঘেরে বিষ ট্যাবলেট ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আহম্মদ আলী গাজী নামের এক মাছ চাষির ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে ১০লক্ষ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের পানবুড়িয়া গ্রামে। এব্যাপারে শার্শা থানা পুলিশকে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।

জানা গেছে, যশোরের শার্শা উপজেলার পানবুড়িয়া গ্রামের মৃত মান্দার গাজির ছেলে আহম্মদ আলী গাজি দীর্ঘ দিন যাবৎ নাভারন সাতক্ষীরা সড়কের কুচেমুড়া নামক স্থানে ১০ বিঘা এরিয়া জমি লিজ নিয়ে মাছ চাষ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। সম্প্রতি একই গ্রামের বজলুর রহমানের ছেলে জাকির হোসেনের সাথে তার বিবাদ সৃষ্টি হয়। এসময় জাকির আহম্মদকে হুমকি দিয়ে বলেন ২/১ দিনের মধ্যে তোর ঘেরের সব মাছ বিষ ট্যাবলেট দিয়ে মেরে দেব। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে জাকির হোসেনের নেতৃত্ব একই গ্রামের হযরত আলীর ছেলে বিল­াল হোসেন ও ওহাবের ছেলে শরিফুল ইসলাম শরীফসহ ৫/৬ জন দূর্বৃত্ত আহম্মদ আলীর ঘেরে বিষ ট্যাবলেট দিয়ে ঘেরের সব মাছ মেরে ফেলে। এর আগেই জাকির একাধিক বার আহম্মদের ঘেরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। সে প্রভাবশালী হওয়ায় আহম্মদ আলী সমাজ প্রতিদের দ্বারেদ্বারে ঘুরেও কোন কাজ হয়নি।

এব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, অভিযোগ পেয়েছি, এবিষয়ে তদন্ত পূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।