যশোরের শার্শায় ৭০টি স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

যশোরের শার্শা কায়বা সীমান্তে ৮ কেজি ১শ ৬৩ গ্রাম ওজনের ৭০টি স্বর্ণের বারসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক সোনার মুল্য ৬ কোটি ৫২লাখ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।

খুলনা সেক্টর কমান্ডার মামুনুর রশিদ জানান, ভারতে পাচার কালে বুধবার (২৫ জানুয়ারী) বিকালে শার্শার পাঁচ কায়বা এলাকা থেকে ২১ বিজিবির অধিনায়ক লে কর্নেল তানভির রহমানের নের্তৃত্বে একদল বিজিবি বিশেষ কায়দায় কসটেপে মোড়ানো লোকানো স্বর্নসহ একটি প্রাইভেট জব্দ করে।

পরে প্রাইভেট কারের ষ্টারিংয়ের সামনে মিটারবক্সের মধ্য থেকে উদ্ধার করা হয় চালানটি। এসময় আটক করা হয় সোনা পাচারের সাথে জড়িত শফিকুল ও হান্নান হোসেনকে শরিফুল পুটখালি গ্রামের দেবেন মোড়লের ছেলে। আব্দুল হান্নান চাদপুর বটদেল গ্রামের রতন প্রধানের ছেলে। এসময় এক পাচারকারী পালিয়ে যায় বলে জানান তিনি।

সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে এক বছরে ৬৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা। এসময় ৮৭জনকে আটক করা হয়। পাচার রোধে বিজিবি সজাগ রয়েছে বলে জানান সিও তানভির রহমান।