সিরাজগঞ্জের বেলকুচিতে ডাঃ কেবিএম আবু হেনার প্রথম জানাযা সম্পন্ন!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়াখারুয়া গ্রামের মৃত মোজাম্মেল হক (সাবেক ওসি) এর দ্বিতীয় পুত্র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতির জনক বঙ্গবন্ধুর সহযোগী তৎকালিন বৃহত্তম ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও বেলকুচি-কামারখন্দ প্রাদেশিক পরিষদের সদস্য ডাঃ কেবিএম আবু হেনার রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম জানাজা সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে রাষ্ট্রীর মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। বেলকুচি থানা পুলিশ বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন। এ পর মরহুমের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার।

পরে জানাজা অনুষ্ঠিত হয়, প্রথম জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানানোর পর তাকে দাফন করা হবে। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আব্দুল মমিন মন্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব আলী সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইশাক আলী তালুকদার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বার্ধক্যজনিত কারনে ঢাকা বে-সরকারি হাসপাতালে ভর্তি থাকাবস্থায় গত ২৭ মার্চ সোমবার দুপর ১২ টা ৩০ মিনিটে শেষ নিঃশেষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বৎসর। সে তৎকালিন বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

১৯৭০ সালে সাধারণ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার বেলকুচি কামারখন্দ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য নির্বাচিত হন।