৫০০ কেজি ওজনের নারী ইমানের মৃত্যু

বিশ্বের সবচেয়ে মোটা নারী হিসেবে পরিচিত ইমান আহমেদ দুবাইয়ে মারা গেছেন। ভারতে বেশ কয়েকটি সার্জারি শেষে আবুধাবিতে আরও উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন। কিন্তু মাত্র ৩৭ বছর বয়সে মারা যায় ইমান। চিকিৎসকরা জানান, হৃদরোগ ও কিডনী অকেজো হয়ে যাওয়াতে তিনি মারা যান। খবর এনডিটিভির।

গত মে মাস থেকে আবুধাবিতে চিকিৎসাধীন ছিলেন ইমান আহমেদ। গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছিল যে ‘হাসপাতালের বিছানায় নৃত্যরত’ অবস্থায় তাকে পাওয়া গেছে।

মিশরের আলেক্সান্দ্রিয়া থেকে ইমান যখন গত ফেব্রুয়ারিতে মুম্বাই এসেছিলেন তখন তার ওজন ছিল ৫০০ কেজি।

মুম্বাইয়ের বিখ্যাত সাইফি হাসপাতালে ১৫ জন চিকিৎসকের একটি দল তার চিকিৎসা করছিল। দলটির নেতৃত্বে ছিলেন প্রখ্যাত সার্জন মুফাজ্জল লাকদাওয়ালা। মুম্বাই হাসপাতালে ৩২৪ কেজি ওজন হারিয়েছিলেন বলে জানা গিয়েছিল। মুম্বাই ছেড়ে যাওয়ার সময় ইমানের ওজন ছিল ১৭৬ কেজি।

মুম্বাইয়ের চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, আবুধাবির ভিপিএস বুরজিলে ফিজিওথেরাপি নিতে হবে। কিন্তু হৃদরোগ ও কিডনী বিকল হয়ে যাওয়ায় ইমান আহমেদ মারা গেলেন।

গত দুই দশক ধরে ঘরের বাইরে যেতে পারেন নি ইমান আহমেদ। এছাড়া একটি স্ট্রোকের ফলে তার শরীরের বাম অংশ প্যারালাইজড হয়ে গিয়েছিল।

এবার সব দায় থেকে মুক্তি নিয়ে পৃথিবী ছেড়েই চলে গেলেন ইমান।