মাদারীপুরে প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের নতুন বছরের বই বিতরণ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার প্রাথমিক এস্তরের কোমলমতি ছাত্র-ছাত্রী তাদের নতুন বই হাতে পেতে যাচ্ছে আগামী বছরের জানুয়ারির ১ তারিখ থেকে। প্রাথমিক শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বই এখন বিতরণ করা হচ্ছে।

সদর উপজেলা পরিষদের মাধ্যমে মাদারীপুরের পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যায়লয়ের কেন্দ্র থেকে প্রাথমিক বিদ্যায়লের শিক্ষকরা বই সংগ্রহ করছেন। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকার বিনা মূল্য এসব বই দিতে যাচ্ছে কোমলমতি শিক্ষার্তীদের মাঝে। বাংলা, ইংরেজী, গনিত, ধর্ম অন্যান্য বইগুলি হাতে পেতে যাচ্ছে এ সব শ্রেণীর ছাত্র-ছাত্রীরা।

প্রাথমিক স্কুলের একজন শিক্ষক বলেন, এবারের নতুন বছরের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকারের বিনা মূল্য বইগুলি সদর উপজেলা পরিষদের মাধ্যমে মাদারীপুরের পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যায়লয়ের কেন্দ্র থেকে নিয়েছে। এখন শিক্ষার্তীরা জানুয়ারির ১ তারিখ থেকে এই নতুন বইগুলি পাবে।