গাইবান্ধার পলাশবাড়ীর সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকায় গ্রেফতার

লালমনিরহাটের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আব্দুর আহাদ লিখনকে (২৭) ঢাকা থেকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, লালমনিরহাট বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত মাদক সংক্রা বিচারাধীন জিআর (২০৬/১৪) মামলায় লিখনকে যাবজ্জীবন কারাভোগসহ ১০ হাজার টাকা অর্থদন্ডের রায় প্রদান করেন। পরবর্তিতে আদালতে আত্মসমর্পণ না করে দীর্ঘদিন ধরে পলাতক থাকেন।লিখনকে গ্রেফতারেপলাশবাড়ী থানা পুলিশ এরইমধ্যে ওয়ারেন্টপ্রাপ্ত হয়।একাধিক অভিযান চালিয়েও পুলিশ ব্যর্থ হয়।

অবশেষে গোপনসূত্রে খবর পেয়ে থানার এএসআই জাহিদ-এর নেতৃত্বে সঙ্গীয় কনস্টেবল আহসান হাবীব

২৭ জানুয়ারি রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে লিখনকে গ্রেফতার করেন। থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে শনিবার (২৮ জানুয়ারী) সকালে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে। লিখন পলাশবাড়ী উপজেলার মোফাপুর গ্রামের আনিসুর রহমান লিটনের ছেলে বলে জানা যায়।