সাতকানিয়ায় ৫ শতাধিক পরিবারে মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়ায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশন।

শনিবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে কাঞ্চনার বিভিন্ন এলাকায় গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই বছরেও কাঞ্চনার হতদরিদ্র পাঁচ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশন।ফাউন্ডেশনটির কর্ণধার ও মরহুম এজাহার মিয়ার উত্তরসূরী প্রবাসী মোহাম্মদ শাহজাহান,শাহাদাত হোসেন ও সমাজসেবক সাইফুল ইসলামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।সকাল থেকে হতদরিদ্র পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবেন বলে জানা যায়।

এই বিষয়ে সাইফুল ইসলাম বলেন, সমাজসেবায় আমাদের শান্তি।আমাদের বাবার সদকায়ে জারিয়া হিসেবে যেকোনো মুহুর্তে আমরা তিন ভাই মানবতার কল্যাণের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশন সাতকানিয়ার কাঞ্চনায় গড়ে উঠা একটি সামাজিক সংগঠন।করোনাকালীন থেকে শুরু করে প্রতিটি মুহুর্তে কাঞ্চনার হতদরিদ্র মানুষের সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।ইতিমধ্যে সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হয়েছে সাধারণ মানুষের মাঝে।