চট্টগ্রাম-১ আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার ( ১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলকে নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনকে ঈগল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী মোহাম্মদ ইউসুফকে টেলিভিশন, জাতীয় পাটির মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরীকে লাঙল, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, হাতপাঞ্জ, সুপ্রিম পাটির মোহাম্মদ নুরুল করিম আফছারকে একতারা ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আব্দুল মন্নাকে চেয়ার প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এদিকে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বীতা করলেও মূল লড়াই হবে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাহবুব রহমান রুহেল ও ঈগল প্রতিকের (স্বতন্ত্র) প্রার্থী গিয়াস উদ্দিনের সাথে। প্রতিক বরাদ্ধের পরই উভয় প্রার্থীর নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।

স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়ক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার মানুষ পরিবর্তন চায়। তাঁরা একটি পরিবারের মধ্যে আর আবদ্ধ থাকতে চায় না। জনগন ৭ জানুয়ারির অপেক্ষায় মুখিয়ে রয়েছে, স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনকে বিজয়ী করার জন্য। ৭ তারিখ সারাদিন জনগণ ঈগল প্রতিকে ভোট দিবে। আশা করছি জনগনের ভোটাধিকার নিয়ে গিয়াস ভাই সংসদ সদস্য নির্বাচিত হবে।’

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ ৫৪ বছর মিরসরাইয়ের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। এবার তিনি স্ব ইচ্ছায় নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার সুযোগ্য সন্তান মাহবুব উর রহমান রুহেলকে নৌকা প্রতিকে মনোনয়ন দিয়েছেন। মিরসরাইয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এখানকার জনগণ রুহেল ভাইকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করবে।’

প্রসঙ্গত, ২০২২ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী এ উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার মোট জনসংখ্যা চার লাখ ৭১ হাজার ৭৫২ জন। মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। পুরুষ ১ লাখ ৮৮ হাজার ৭৪১। মহিলা ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন। তৃতীয় লিঙ্গ ২। মোট ভোট কেন্দ্র ১০৬টি।