দিনাজপুরের বেলুন ফুলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই ভাই নিহত

দিনাজপুরের বীরগঞ্জে বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আপন কাকাতো দুই ভাই নিহত হয়েছে।

নিহতরা হলেন— বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের প্রতাব চন্দ্র পালের ছেলে প্রসঞ্জিত চন্দ্র পাল(১৪) ও নিখিল চন্দ্র পালের ছেলে সীমান্ত চন্দ্র পাল (১৬)।

সোমাবার( ২৩ অক্টোবর) রাত প্রায় ৮ টার সময় বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের নিহতদের বাড়ীতে এই ঘটনা ঘটে। তারা পেশায় বেলুন ব্যবসায়ী।

নিহতদের সঙ্গে হাসাপাতালে আসা প্রতিবেশী মোঃ দেলোয়ার হোসেন জানান, প্রসঞ্জিত চন্দ্র পাল ও সীমান্ত চন্দ্র পাল আপন কাকাতো ভাই। তারা দুইজনেই বেলুন ব্যবসায়ী। পুজা উপলক্ষে বেলুন বেশী বিক্রি হওয়ায় বড় গ্যাস সিলিন্ডার দিয়ে বাড়ীতে বেলুন ফুলাচ্ছিল আচমকা গ্যাস সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে তাদের বিভিন্ন অঙ্গ ছিন্ন বিচ্ছিন হয়ে যায়। এ সময় তাদেরকে দ্রুত উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

জরুরী বিভাগের চিকিৎসক মোঃ জিল্লুর রহমান জানান, হাসাপাতালে নিয়ে আসার পর তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদেরকে নিয়ে আসার পথেই মৃত্যু হয়েছে।