নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই (সোমবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর বদলগাছী উপজেলা কার্যালয় কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় মৎস্য সপ্তাহের গৃহিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বর্ণনা উপস্থাপন করেন বদলগাছী উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম। এসময় উপস্থিত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহম্মেদ।

এসময় উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম বলেন, উপজেলায় আমরা নিজ উদ্যোগে ভিয়েতনামী শোল মাছ এবং আইড় মাছ উৎপাদন শুরু করেছি। এসব মাছ চাষে সফলতাও পাচ্ছি। ঝিনুকে মুক্তা চাষ শুরু করা হয়েছে।

আগামীতে মুক্তা চাষে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পৃথিবীতে ইলিশ মাছ চাষে বাংলাদেশ ১ম স্থান, প্রাকৃতিক উপাযে় মাছ চাষে ৩য় স্থান অধিকার করেছি। সর্বোপরি পৃথিবীতে মাছ চাষে বাংলাদেশ ৪র্থ স্থানে আছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রচার এর মাধ্যমে আগামীতে মাছ চাষে আগ্রহী হবে এবং উদ্যোক্তা বৃদ্ধি পাবে এটাই আমরা প্রত্যাশা করি।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।