জামালপুরে সরিষার চাষ বেড়েছে, বাম্পার ফলনে কোটি টাকার হাতছানি

জামালপুরে সরিষার চাষ বেড়েছে। জেলা কৃষি বিভাগ সরকারের বিশেষ প্রকল্প বাস্তবায়ন করায় সরিষার চাষ জনপ্রিয় করে তুলেছে। বিগত মৌসুমের তুলনায় এবার যে পরিমান সরিষার চাষ হয়েছে তার বাজার মূল্য হতে পারে কয়েক কোটি টাকা।

জানা যায়, জামালপুর সদর উপজেলা সরিষা চাষ সর্মৃদ্ধ এলাকা। এ উপজেলাধীন লক্ষিরচর, রায়েরচর, টেবির চর, তুলশীরচর, কাজিয়ার চর, শ্রীপুর, বাঁশচড়া, সাবাজপুরসহ আরো বেশ কয়েকটি এলাকায় কৃষি বিভাগের পরামর্শে উন্নত জাতের সরিষা বারি-১৪ চাষ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। এবার মৌসুমে যে পরিমাণ ফলন হয়েছে যা বিগত মৌসুমকে ছাড়িয়ে গেছে। বিঘাপ্রতি ফলন হয়েছে ৮ থেকে ১০মণ। যার বাজার মূল্য ২৪ থেকে ৩০হাজার টাকা।

১০থেকে ১৫জন সরিষা চাষী বলেন, সরকার তৈলের ঘাটতি পূরনের জন্য কৃষি বিভাগের মাধ্যমে উদ্বুদ্ধকরণ নীতিসহ সার্বিক সহায়তা করেন। যার জন্যে সরিষার আবাদ দ্বিগুন হয়েছে।

এদিকে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ী ও জামালপুর সদর উপজেলায় কৃষি বিভাগের পরামর্শে কৃষকরা বারি-১৪ জাতের সরিষা চাষ করে।
তারা বলেন, বারি-১৪ সবচেয়ে উন্নত জাতের সরিষা। ফলন বেশি হয়। তাছাড়া তেল বেশি পাওয়া যায়।