জামালপুরে কালো জিরা চাষের উজ্জল সম্ভাবনা

সারা দেশের ন্যায় জামালপুর কৃষি নির্ভর এলাকা। কৃষি নির্ভর এলাকা হওয়ায় প্রায় সব ধরণের ফসল চাষ হয়ে থাকে। এখন পর্যন্ত কালো জিরা চাষের উদ্যোগ নেয়া হয়নি। কালো জিরা চাষকে জনপ্রিয় করার লক্ষ্যে কৃষি বিভাগ ব্যপক কর্মসূচী হাতে নিয়েছে। কৃষি বিভাগের এ কর্মসূচী বাস্তবায়িত হলে জেলার সর্বত্র কালো জিরা চাষ ছড়িয়ে পড়বে।

জানা যায়, জামালপুর সদর উপজেলার চরা ল গুলো কালো জিরা চাষ উপযোগী। এর মধ্যে লক্ষীরচর, রায়েরচর, টেবিরচর, কাজিয়ারচর, চরযথার্থপুর ও চরগজারিয়ার এলাকায় কালো জিরা চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সরকার কৃষকদের স্বাবলম্বি করার লক্ষ্যে বিশেষ কমৃসূচী হাতে নিয়েছে। আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে কালো জিরা চাষকে জনপ্রিয় করার লক্ষ্যে সরকার কৃষি বিভাগের মাধ্যমে বীজ ও আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইতোমধ্যে কৃষি বিভাগ কার্যক্রম শুরু করে দিয়েছে। সরেজমিনে এ এলাকা গুলো ঘুরে বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হয়। তারা এ প্রতিবেদক কে বলেন, কৃষি বিভাগ সার্বিক সহায়তা করলে কালো জিরা চাষ বৃদ্ধি পাবে।

সরকারের এই সফল উদ্যোগ কৃষি বিভাগ মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এ সব উপজেলাধীন ডাংধরা, পাররামপুর, হাতীবান্দা, বগারচর, বাট্রাজোর, চিনাডুলি, মেরুরচর সহ আরো বেশ কয়েকটি এলাকায় কালো জিরা চাষের উদ্যোগ নেয়া হয়েছে।

কৃষি বিভাগ তা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। আশা করা যাচ্ছে সরকারের সফল উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়ন হবে। সর্বত্র কালো জিরা গাছের সমারোহ ঘটবে।