জামালপুরে ভূট্রা চাষ বেড়েছে, বাজার মূল্য কোটি টাকা

সরকার কৃষকদের কে স্বাবলম্বিতা অর্জন করার লক্ষ্যে কৃষি বিভাগের মাধ্যমে ভূট্রা চাষের দিকে মনোযোগ দিয়েছে। জামালপুর জেলার ৭টি উপজেলায় ব্যপক ভূট্রা চাষ ও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বাম্পার ফলন হলে কৃষক পর্যায়ে কোটি টাকার বানিজ্য হবে যা গ্রামীন অর্থনীতিকে চাঙ্গা করে ফেলবে।

জানা যায়,এক সময় জেলায় ভূট্রা চাষ হতো না। ভূট্রা চাষকে জনপ্রিয় করার লক্ষ্যে সরকারি নির্দেশে কৃষি বিভাগ ব্যপক কর্মসূচী হাতে নিয়েছিলো তা বাস্তবায়ন করায় মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ সরিষাবাড়ী ও জামালপুর সদর উপজেলায় ব্যপক ভূট্রা চাষ হয়েছে।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, ভূট্রা চাষ বৃদ্ধির পেছনে কেঁচো কম্পোষ্ট গোবর সার ব্যবহার করা হয়েছে। জৈব সার ব্যবাহার করায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরেজমিনে ডাংধরা, পাররামপুর, হাতিবান্দ, বগার চর, বাট্রাজোর, নাংলা এলাকা ঘুরে বেশ কয়েজন ভূট্রা চাষীর সাথে কথা হয়।

তারা এ প্রতিবেদককে বলেন,ভূটা অত্যন্ত লাভজনক। চাহিদাও বেশি। কৃষি বিভাগের সাথে কথা বললে তারা বলেন,এবার টার্গেটের দ্বিগুণ জমিতে ভূট্রা চাষ হয়েছে। বাম্পার ফলন হলে বাজার মূল্য হবে কোটি টাকা।

এ দিকে জামাপুর সদর উপজেলধীন লক্ষীরচর, টেবিরচর, কাজিয়ার চর, সাহেবের চর, বালুর চর সহ আরো বেশ কয়েকটি এলাকায় জেলা কৃষি বিভাগ ভূট্রাকে অর্থকরী ফসলে পরিনত করার জন্য উন্নত জাতের বীজ সরবরাহ করেছে।

মাঠ পর্যায়ে সহযোগিত করার ফলে ভূট্রার মাধ্যমে গ্রামীন অর্থনীতির চেহারা পাল্টে গেছে। কৃষি বিভাগ আশা করছে বাজার মূল্য কোটি চাকা হবে। এতে কৃষি শিল্পে জাগরণ সৃষ্টি করবে।