নেত্রকোণার মদনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নেত্রকোণা মদন উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বর্তমানে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহভাবে রাজধানীসহ
সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ মশার
উপদ্রব থেকে আমাদের বাঁচতে হলে পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে হবে।

শুক্রবার (২১ জুলাই)সকালে উপজেলা প্রশাসনের
আযোজনে পৌরসভার ৬নং ওয়ার্ড়ে থেকে এই অভিযান শুরু হয়েছে। দিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্নতা করার পাশাপাশি ডোবা নালায় মাটি দেয়া হয়।

জানা যায়, উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কুঠুরীকোণা গ্রামের ভিকচান মিয়ার দুই ছেলে হুসাইন( ৩৫) ও জিলহাস (২৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। জিলহাসের অবস্থা আশংকাজনক থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা আনোয়ার হোসাইন।

সহকারী কমিশনার ভূমি মোঃ শাহানূর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, জন স্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সুমন মিয়া, ড়াঃতায়েব হোসেন ও গণমাধ্যম কর্মীগণ।