বাগেরহাটের শরণখোলায় ভ্রাম্যমান আদালতের অভিযান! ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাটের শরণখোলায়় উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম শামীম বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে চার প্রতিষ্ঠানকে ১২০০০ টাকা জরিমানা করেছে (২২ জানুয়াারি) দুপুরে উপজেলার রায়েন্দা বাজারে পাঁচ রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদুল ইসলাম উপজেলার পাঁচ রাস্তা এলাকায় নিউ সাতক্ষীরা মিষ্টি ঘরকে বাসি মিষ্টি জাতীয় খাবার রাখার অভিযোগে ৫ হাজার টাকা, একই অপরাধে আদি সাতক্ষীরা মিষ্টি ভান্ডারকে ১ হাজার, মদিনা হোটেলকে ১ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় মুনিম ডায়াগনস্টিক সেন্টার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন,, বিভিন্ন অনিয়েেমর অভিযোগে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। এরা ভবিষ্যতে এধরণের অনিয়ম না করার প্রতিশ্রুতি দিয়েছেন।