বাগেরহাটের শরণখোলায় বিষধর মনোক্লেড কোবরা সাপ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় গৃহস্থের বসত ঘর থেকে একটি বিষধর মনোক্লেড কোবরা সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১৬ জুলাই) উপজেলার খুড়িয়াখালী গ্রামের ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা রশিদ জোমাদ্দার এর বাড়ির ঘরের ভিতর খাটের নিচ থেকে মনোক্লেড কোবরা সাপটি উদ্ধার করা হয়।

সাপটি দেখে রশিদ জোমাদ্দারের পরিবারের লোকজন আতংকিত হয়ে পড়ে। পরে ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলেটেটর আলম হাওলাদার,সাগর ইসলাম ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবক শেখ নাজমুল ইসলাম কে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, মনোক্লেড কোবরা তীব্র বিষধর প্রকৃতির সাপ। তবে এটি বিরল প্রজাতির। উদ্ধার করা সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।