মাদারীপুরে গোলাপের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আ.লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান গোলাপের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থকদের বিরুদ্ধে। হামলায় নারীসহ আহত হয়েছেন ৭ জন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চর ঝাউতলা জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলন করেন লোকমান হোসেনের স্ত্রী এ্যাডভোকেট শারমিন জাহান (৫২)। তিনি জেলা পরিষদের সাবেক সদস্য। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করে তিনি বলেন, আমরা নৌকার নির্বাচন করি বিধায় পূর্বে থেকেই আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। আজ সকালে আমার স্বামী নৌকার সভায় যোগ দেওয়ার কিছুক্ষণ পরেই বাড়ির সামনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এমদাদুল সরদারসহ ৮ থেকে ১০ জন কর্মী গালিগালাজও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। আমরা তাদের বাঁধা দিতে গেলে আমাদের বাড়ির সবাইকে মারধর করে। আমার বাড়ির ভাড়াটিয়া, গৃহকর্মীদের কাপড়চোপড় ছিরে ফেলে। আমার মাথায় আঘাত করেছে। নারীদের লাঞ্ছিত করে। এছাড়া আমার চাচা শ্বশুর জামাল সরদার (৬০), জামাল সরদারের স্ত্রী খাদিজা বেগম (৪৫), রেকসোনা আক্তার (৮০), গৃহকর্মী রোমেলা (৪০), বেলায়েত সরদার (৫১), ও লাইজু আক্তার (৩০)। এদের মধ্যে একজন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এবিষয়ে সরদার মো. লোকমান হোসেন অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী তাহমিনার নির্দেশে আমার বাড়িতে অর্তকিত হামলা চালানো হয়েছে। এতে আমার স্ত্রীসহ পরিবারের সকল সদস্যকে মারধর করা হয়। এই হামলার নেতৃত্ব দেন এমদাদুল সরদার, তাহেল সরদার, জহির সরদার। তাদের সথে আরও অনেকেই আসছিল। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।’

অভিযোগের বিষয় জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা বলেন, ‘হামলার ঘটনা সত্য নয়। ওই হামলায় আমাদের কোন কর্মী সমর্থকরা ছিলেন না। তারা আমাদের নামে মিথ্যে অভিযোগ দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে।’

জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুলাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওখানে (লোকমান হোসেনের বাড়িতে) হামলা সেভাবে নয়, হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। গুরুতর কেউ আহত নেই। সাধারণ আহত থাকতে পারে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

উল্লেখ্য, মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবদুস সোবহান গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য। তার নিকটতম শক্ত প্রতিদ্বন্দ্বিতা তাহমিনা বেগম সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম। এর আগেও এই দুপক্ষের কর্মী সমর্থকদের মধ্যে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে।

এসময় উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হাসনাহেনা মুক্তি আক্তার সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।