মাদারীপুরে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীর আলোচনা সভা ও র‌্যালী

মাদারীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

করোনা ও ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর উদ্যোগে এ কর্মসূচি গুলো নেয়া হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় মাদারীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন খুলনা কর্তৃক কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে বর্ণ্যাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময়ে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন শ্লোগান ও মাস্কবিহীন মানুষদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

মাদারীপুর সরকারি কলেজে মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেবতী মোহন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ওবাদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের পিইউও কামাল হোসেন, সরকারি রাজৈর ডিগ্রি কলেজের পিইউও প্রণব মজুমদার, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের পিইউও জহিরুল আলম ডালিম, ইউনাইটেড সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পিইউও সুমন মিয়া প্রমূখ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাদারীপুর সরকারি কলেজ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, সরকারি রাজৈর ডিগ্রি কলেজ ও ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন।