মুস্তাফিজের জোড়া আঘাতে কাঁপল ওয়েস্ট ইন্ডিজ

ইনিংসের দ্বিতীয় ওভারেই জোড়া আঘাত হানলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। মেহেদী হাসান মিরাজকে দিয়ে বোলিং ওপেন করান অধিনায়ক সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মারাত্মক এভিন লুইসকে (২) লিটন দাসের ক্যাচে পরিণত করেন মুস্তাফিজ। ওভারের শেষ বলে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে ক্যাচ দেন অপর ওপেনার আন্দ্রে ফ্লেচার (৭)।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৪৪ রানের টার্গেটের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নামার আগে হানা দেয় বৃষ্টি। প্রকৃতিদেবীর ক্রন্দন থামার পর স্বাগতিক দলের জন্য ওভার কর্তন করা হয়ে। ১১ ওভারে ক্যারিবীয়দের নতুন টার্গেট দাঁড়ায় ৯১ রান।

আজ বুধবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে বাংলাদেশ। টসের পর বৃষ্টির হানায় খেলা শুরু হতে দেরি হয়। আশ্চর্যের বিষয় হলো দুই ওপেনার হতাশ করেছেন। ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলা তামিম ইকবাল এবং বহুদিন পর খেলতে নামা সৌম্য সরকার ফিরেছেন খালি হাতে! দুজনেই প্রথম বলেই ‘গোল্ডেন ডাক’ মেরেছেন‍!

তামিম ইকবাল নাম লিখিয়েছেন অনাকাঙ্খিত এক রেকর্ডে। টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটসম্যান প্রথম বলেই স্টাম্পড হলেন। তামিম-সৌম্যর বিদায়ের পর জমে উঠেছিল লিটন-সাকিব জুটি। দুজনেই মারমুখী ছিলেন। তবে ৬ষ্ঠ ওভারে কিমো পলের বলে ক্যাচ দিয়ে ফিরেন ২১ বলে ২৪ রান করা লিটন। পরের বলেই একই কাজ করেন ১০ বলে ১৯ করা সাকিব। দুটি বলই ছিল শর্ট বল।

পাল্টা আক্রমণে জোড়া ধাক্কা সামাল দেন মাহমুদ উল্লাহ রিয়াদ। মুশফিকের সঙ্গে ২৪ বলে ৪৭ রানের দারুণ জুটি ভাঙে উইলিয়ামসের বলে মুশফিকের আপার কাট শটে। সুযোগ কাজে লাগাতে না পেরে ১৮ বলে ১৫ রানের মন্থর ইনিংস খেলেন আরিফুল হক। বোল্ড হওয়ার আগে মাহমুদ উল্লাহ করেন ২৭ বলে দলের সর্বোচ্চ ৩৫ রান। ক্যারিবীয়দের হয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন কেসরিক উইলিয়ামস।