ময়মনসিংহে শীতবস্ত্র বিতরণ করলো “হক ফাউন্ডেশন”

হক আদায়ের লক্ষ্যে আমরা হক ফাউন্ডেশন -এই শ্লোগানটি বুকে ধারণ করে এগিয়ে চলছে “হক ফাউন্ডেশন” সংগঠনটি।

বুধবার (১১ জানুয়ারী) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে প্রায় ২০০ জনের অধিক মানুষের মাঝে “শীতের উপহার” নামে শীতবস্ত্র এবং শীতের চাদর বিতরণ করে সংগঠনটি।

করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত সংগঠনটি নানা ধরনের সমাজসেবামূলক কাজে নিয়োজিত ছিল। যার মধ্যে ছিল ঈদ উপহার, করোনাকালীন সময়ে অসহায়দের মাঝে ফল বিতরণ, হাড় ক্ষয় রোগীদের জন্য ফ্রি চেকআপ চিকিৎসা,শারীরিকভাবে অক্ষম মানুষের জন্য হুইল চেয়ার বিতরণ,অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করা উল্লেখযোগ্য। এছাড়াও আমরা প্রতিনিয়ত মানুষের সেবায় রক্তদান করে যাচ্ছি। দেখতে দেখতে কিছুদিনের মাঝেই সংগঠনের ২ বছর পূর্ণ হবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা মুফরাতুল হক মৌসুম বলেন, শীতে অসহায় মানুষদের খুব কঠিন সময় পার করতে হয়,আর বর্তমানে তীব্র শীত সাথে ঠান্ডা বাতাস বইছে যার কারণে অসহায় মানুষের টিকে থাকা এখন কঠিন হয়ে পড়েছে যার কারণে আমরা এবার হুডি বিতরণ করেছি এবং চাদর বিতরণ করেছি আমরা আরও নানান ভাবে সমাজসেবামূলক কাজের জন্য এগিয়ে যেতে চাই।

শুধু ময়মনসিংহে না বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আমরা হক ফাউন্ডেশন যেন কাজ করতে পারি সেই আশা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।