রাঙ্গামাটি পৌর নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন মেয়র ও কাউন্সিল প্রার্থীরা

৪র্থ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীরা।
৯টি ওয়ার্ড মিলে ৬২হাজার ৮৮৪জন ভোটারের রাঙ্গামাটি পৌরসভায় আগামী ১৪ই ফেব্রুয়ারী ইভিএম পদ্ধতিতে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (১৭জানুয়ারী) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে জেলা নির্বাচন অফিসে বিকাল ৫ টার মধ্যে মনোনয়নপত্র জমাদান করেন মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীরা।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ আকবর হোসেন চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মামুনুর রশীদ মামুন,জাতীয় পার্টি মনোনীত প্রজেশ চাকমা,বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি মনোনীত মোঃ আব্দুল মান্নান রানা, স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০জন মনোনয়নপত্র জমা দেন।

রাঙ্গামাটি সহকারী রিটানিং অফিসার মোঃ জাহিদুল ইসলাম জানান, ১৭ জানুয়ারী মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সকল প্রার্থীরা শান্তিপুর্ণ ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারী ও মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারী। প্রত্যাহারে শেষ সময় ২৬ জানুয়ারী।