রাজশাহীতে বিভাগীয় ছায়া সংসদ অনুষ্ঠিত

আমরা সকলেই জানি খাদ্য মানুষের মৌলিক অধিকার। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এছাড়াও বাংলাদেশের সংবিধানের ১৫.ক অনুচ্ছেদে মানুষের দৈনন্দিন জীবনধারণের মৌলিক উপকরনের ব্যবস্থা করা সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

বরেন্দ্র অঞ্চলের স্বেচ্ছাসেবী যুবসংগঠন সমূহের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবজাগরণ ফাউন্ডেশনের সহ-আয়োজনে, গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন (গেইন)-এর পৃষ্ঠপোষকতায় যুব ছায়া সংসদের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ ৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার সকাল ১০ টায় রাজশাহী বিশ্বিবদ্যালয়- এর টায় ডীন’স কমপ্লেক্স অডিউটোরিয়ামে ‘‘ বরেন্দ্র অঞ্চলে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় যুব অংশগ্রহণ ’’ এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহী বিভাগীয় যুব ছায়া সংসদ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ছায়া সংসদের স্পিকার আমান্না জাহান বিভার পরিচালনায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ডঃ গোলাম সাব্বির সাত্তার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, রাজশাহী শেখ মোহাম্মদ জাহেদুল ইসলাম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক রুকসানা বেগমসহ প্রমুখ।
ছায়া সংসদে স্পিকার হিসেবে বগুড়া-১ আসনের সাংসদ মোঃ সিহাব উদ্দিন সুমন এর পরিচালনায় প্রধানমন্ত্রির ভূমিকা পালন করেন বগুড়া-৩ আসনের সাংসদ মোসাঃ মেহেরিন আক্তার রিয়া। খাদ্যমন্ত্রি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সাংসদ রুহুল আমিন জনি। এছাড়াও সরকার দলীয় এবং বিরোধীদলীয় সাংসদগণ উপস্থিত ছিলেন।

সংসদে রাজশাহী বিভাগের ৩৯ টি আসন থেকে ২৩ জন শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করেন এবং তারা সংসদীয় রীতিতে আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রসÍাবনাগুরো হলো- অবৈধ খাদ্য মজুদকরনে কঠোর ব্যবস্থা নিতে হবে, ক্ষতিকর কীটনাশক প্রয়োগ বন্ধে যুব সমাজকে সাথে নিয়ে স্থানীয় কৃষকদের সচেতন করতে হবে, পতিত জমি আবাদে পরিণত, কৃষিজমি সংরক্ষনে বহুতল ভবন নির্মান কলকারখানা সংরক্ষিত এলাকায় স্থাপন করতে হবে, খাদ্য নিয়ে যেসকল প্রতিষ্ঠান কাজ করছে তাদের মাঝে সমন্বয় সৃষ্টি এবং সামাজিক জনসচেতনতা গড়ে তুলতে হবে, নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের মৎস্য উৎপাদনে যুবকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা ও উদবুদ্ধ করতে হবে, কৃষকদের নায্যমূল্য নিশ্চিতকরনে সরকারি উদ্যোগে কৃষকদেও নিয়ে কৃষকবাজার স্থাপন করতে হবে, খাবারের গুনগতমান ঠিক রেখে সকলকে রন্ধন প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে, পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য ভেজালরোধ করতে হবে। বিরোধীদলীয় নেতা রাজশাহী-২ আসনের সাংসদ সবুজ মিয়া পুষ্টিসমৃদ্ধ খাবার সহজ প্রাপ্যকরনে ভূমিকা রাখার আহবান জানান।
উল্লেখ্য, যুুবদের মধ্যে নেতৃত্ব বিকাশ, গনতান্ত্রিক চর্চা বৃদ্ধি, তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রণোদনা সৃষ্টির উদ্দেশ্যে মহান জাতীয় সংসদের আদলে ২০১৪ সাল থেকে যুব ছায়া সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।