সাতক্ষীরার কলারোয়ায় পটল ক্ষেতে পোড়া বিষ দিয়ে ফসলের ক্ষতির অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় পুর্বশত্রুতার জের ধরে ১০কাটা জমিতে লাগানো পটল ক্ষেতে পোড়া (ফিল্টার) ছিটিয়ে ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথিপুর মাঠপাড়া এলাকায়।

ক্ষতিগ্রস্ত চাষী ওই এলাকার কুরবান আলী সরদার জানান, তিনি একজন অতি গরীব মানুষ, চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন। বাড়ীর পাশে মাঠে এলাকার জয়নাল গাজীর নিকট থেকে ১০কাটা জমি বছরে ৮হাজার টাকায় হারি নেন। সেই জমিতে রাত দিন খেটে পট চাষ করেন। হঠাৎ পুর্বশত্রুতার জের ধরে ওই এলাকার ছফিরউদ্দিন (ফিল্টার) দিয়ে তার পটল ক্ষেতে স্প্রে করে দেয়। এতে পটল ক্ষেত নষ্ট হয়ে যায়। এলাকার লোকজনের উপস্থিত টের পেয়ে ছফিরউদ্দীন তার স্প্রে করা মেশিন বাগানে ফেলে পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কুরবান আলী সরদার আরো জানান, তার পটল ক্ষেতে ফিল্টার স্প্রে করায় প্রায় এক লাখ টাকার পটলের ক্ষতি সাধন হয়েছে। তিনি তার ক্ষতিপুরনের বাদীতে উপজেলা কৃষি অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন।