সিরাজগঞ্জে যমুনার ভাঙন এলাকা পরিদর্শনে পাউবোর প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

বুধবার (১৫ জুন) দুপুরের দিকে খুকনী ইউনিয়নের ভাঙন কবলিত ব্রাহ্মনগ্রামসহ যমুনার ডানতীরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মো. জহিরুল ইসলাম বলেন, যমুনার ভাঙন রোধে ইতোমধ্যে সাড়ে ৬শ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। সেটার কাজও চলমান রয়েছে। তবে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ব্রাহ্মনগ্রামসহ দুই এক জায়গায় কিছুটা ভাঙন দেখা দিয়েছে। সেটার বিস্তৃৃতি ঠেকাতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে পাউবো চেষ্টা করছে। ইতোমধ্যে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুম শেষে এখানে স্থায়ী বাঁধের কাজ করা হবে। আশা করছি প্রকল্প মেয়াদ শেষের আগেই এনায়েতপুরের ব্রাহ্মনগ্রাম থেকে পাঁচিল পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার নদীর ডান তীর রক্ষার কাজ শেষ হবে। আতঙ্কের কিছু নেই।

গত এক সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মনগ্রামসহ কয়েকটি স্থানে আকস্মিক নদী ভাঙন দেখা দেয়। এতে ব্রাহ্মনগ্রাম পূর্বপাড়া তারকা মসজিদসহ বেশ কয়েকটি বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায়। তবে ভাঙন ঠেকাতে পাউবো তাৎক্ষনিকভাবে জিও ব্যাগ ডাম্পিং করছে। ভাঙনে বিস্তৃৃতি ঠেকাতে দিনরাত কাজ করছে পাউবো।