চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিদেশি অস্ত্রসহ আটক ১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/IMG_20230527_131950-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ সীমান্তে আমেরিকার তৈরি একটি পিস্তল সহ ০১জনকে আটক করেছে ৫৯ বিজিবি।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পাশ্ববর্তী দেশ হতে সোনামসজিদ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অস্ত্র নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে গমন করবে।
এপ্রেক্ষিতে গতকাল(২৬ মে) শুক্রবার রাত প্রায় সাড়ে দশটার দিকে ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী টোল প্লাজায় অবস্থান নিয়ে সিএনজি চালিত অটো রিকশা তল্লাশী করে একজনকে আটক করতে সক্ষম হন।
তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোমরের মধ্যে লুকানো অবস্থায় ০১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল (আমেরিকার তৈরী), ০৭ রাউন্ড গুলি ও ০২টি ম্যাগাজিন পাওয়া যায়। আটককৃত আসামি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার ঘোড়ামারার হেতাংকা ছোট মসজিদ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে মোহাঃ কমল। আটককৃত আসামী ও অস্ত্র, গোলাবারুদ সহ শিবগঞ্জ থানায় অতিসত্ত্বর হস্তান্তর করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন