চাঁপাইনবাবগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে
সীমানা জটিলতায় স্থগিত হওয়া জেলা পরিষদের নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সদরের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।
পরে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে দুই প্রার্থীর সমর্থকদের ছত্রভঙ্গ করে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রের সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে সদস্য প্রার্থী আব্দুল জলিল ও আব্দুল হাকিমের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সদস্য প্রার্থী আব্দুল হাকিম। তবে অপর প্রার্থী আব্দুল জলিল নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেন।
এর আগে, ২৭ অক্টোবর জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমিন। ফলে জেলা পরিষদের এই নির্বাচনে সদস্য পদ ও সংরক্ষিত নারী সদস্যপদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর এই নির্বাচনে সীমানা জটিলতার অভিযোগ এনে উচ্চ আদালতে রিট পিটিশন করেন জেলা পরিষদের মহিলা সংরক্ষিত আসনের এক সদস্য প্রার্থী শামীমা জাহান সারা। ওই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর জেলা পরিষদের নির্বাচন স্থগিতাদেশ দেয় নির্বাচন কমিশন। ১৫ অক্টোবর আদালতের বিচারিক কাজ শেষে জেলা পরিষদের নির্বাচনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন