চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলনে সজাগ এনজিও কর্মী জীবনের নিরাপত্তা চাইলেন
অবৈধ ও ভুয়া এনজিও সজাগ দারিদ্র্য উন্নয়ন সংস্থার মালিক ইরানী খাতুন পালিয়ে যাওয়ার ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে মাঠকর্মীরা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বারোঘরিয়া বাজারের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করেন এনজিও-র কর্মী ও গ্রাহকরা।
সংবাদ সম্মেলনে এনজিও কর্মী মাসুদ রানা বলেন, আমিসহ কয়েকজন কর্মী সজাগ দারিদ্র্য উন্নয়ন সংস্থার পক্ষে দুই বছর আগে থেকে কাজ শুরু করি। এনজিও-র নিয়ম অনুযায়ী মূল মালিক ইরানী খাতুনের ব্যক্তিগত ব্যাংক হিসাবে গ্রাহকদের কাছ থেকে জামানত সংগ্রহ করে তা জমা দেয়। এই নিয়মে দীর্ঘদিন ধরে এনজিও-র কার্যক্রম পরিচালিত হলেও হঠাৎ করেই সকল টাকা নিয়ে পালিয়ে যায় মালিক ইরানী খাতুন। এরপর থেকেই আমার উপর নানরকমভাবে চাপ বাড়িয়েছে গ্রাহকেরা।
তিনি আরও বলেন, জামানতের টাকা ফেরতের দাবিতে গ্রাহকেরা আমাকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্তও দেয়া হচ্ছে৷ এনিয়ে আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। অথচ এনজিওর এসব জামানতের টাকা নিয়ে ব্যক্তিগত বিভিন্ন সম্পত্তি কিনেছে ইরানী খাতুন৷ প্রশাসনের নিকট আমি চাই, ইরানীকে আটক করে জনগণের জামানতের টাকা ফেরত দিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সজাগ এনজিওর কর্মীরা।
এবিষয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ইরানীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে জেলা শহরের শান্তিমোড়ে জামানতের টাকা ফেরতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছিলো ভুক্তভোগী গ্রাহকেরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন