খাগড়াছড়ির মানিকছড়িতে রবীন্দ্র—নজরুল জয়ন্তী’র আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মং রাজার মংপ্রম্নসাইন বাহাদুর ফাউন্ডেশন সহযোগীতায় ”রবীন্দ্র—নজরুল জয়ন্তী”র আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯শে জুন) সন্ধ্যায় ৬ ঘটিকায় সময় মানিকছড়ি মং রাজার মংপ্রম্নুসাইন রাজবাড়ি দরবার হলে আর্ট এন্ড কালচারাল ইস্টিউট এ আয়োজন করে।

আর্ট এন্ড কালচারাল ইন্সষ্টিটিউশন’র পরিচালক সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এমএ জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা মহিলা ভাইস—চেয়ারম্যান ডলি চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মং রাজার মংপ্রম্নসাইন বাহাদুর ফাউন্ডেশন’র চেয়ারম্যান কুমার সুইচিংপ্রম্ন চৌধুরী, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটি’র সভাপতি চাইথোয়াই মারমা, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমকে আজাদ, মানিকছড়ি উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থা সেক্রেটারী মো: জাহাঙ্গীর আলম, মানিকছড়ি কর্ণেল বাগান ম্যানেজার বাদল বরণ সেন, গ্রাম ডাক্টার কল্যাণ সোসাইটি সভাপতি অমর দত্ত, মানিকছড়ি প্রেস ক্লাব সহ—সভাপতি আব্রে মারমাসহ আর্ট এন্ড কালচারাল ইন্সষ্টিটিউশন’র এর শিল্পী ও কলাকৌশল এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এমএ জব্বার বলেন, শতবর্ষে ঐতিহ্য রাজবাড়িকে ধরে রাখার সকলেরই দায়িত্ব রয়েছে। অবকাঠামো উন্নয়নসহ বাউন্ডারী ওয়াল তৈরী করা নিতান্ত প্রয়োজন। সর্বক্ষেত্রে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য মানিকছড়ি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মং রাজার মংপ্রম্নসাইন বাহাদুর ফাউন্ডেশন ২০০৫সালে প্রতিষ্ঠিত হয়। আর্ট এন্ড কালচারাল ইন্সষ্টিটিউশন ২০২২সালে প্রতিষ্ঠিত হয়। মূলত: এই দুইটি প্রতিষ্ঠান মানিকছড়ি মং রাজার রাজবাড়ির ঐতিহ্য, সংস্কৃতি, কারুশিল্প, ধমীর্য়, সামাজিক, প্রতন্নতাত্ত্বিক নির্দশনসহ ইত্যাদি বিষয়ে সংরক্ষন করা।